♦সমস্ত পৃথিবীটা মূলত অবাক করা রহস্য এবং বিভিন্ন ঘটনার চাদরে ঢাকা। যা আমাদের চোখকে এড়িয়ে যায়।রহস্যময় জিনিসের প্রতি আমাদের সবারই কিছু না কিছু আগ্রহ আছে। অনেকেই বলে পৃথিবীতেহ রহস্য বলতে কিছুই নেই। মুখে এমনটা বললেও রহস্য নিয়ে যদি কোন আলোচনা শুরু হয় তাহলে উৎসুক মানুষের আগ্রহের শেষ হয় না। পৃথিবী যতদিন থাকবে পৃথিবীতে ততদিন রহস্য থাকবেই। আমাদের এ সুন্দর পৃথিবীতে এমন কিছু রহস্যময় ঘটনা রয়েছে যাকে নিয়ে বছরের পর বছর রহস্য থেকেই রয়েছে। আদৌ উদঘাটন করা সম্ভব হয়নি রহস্যের। মূলকথা হলো : রহস্যময় খবরের জন্য আমার "mysterious news bangla" চ্যানেলটি subscribe করুন আর আপনি like, coment,ও share করার মাধ্যমে আমাকে পরবর্তী news দিতে উৎসাহ ও অনুপ্রানিত করুন। সর্বশেষ মহান সৃষ্টিকর্তার কাছে সকলের মঙ্গল কামনা করছি।