আপন দর্শন আধ্যাতিকতার সুক্ষ এডভান্স লেভেল,
যা আত্মবোধ, অন্তর যাত্রা ও আত্মদর্শনের সাহায্য করে।।
অসাম্প্রদায়িক,অ-প্রথাগত আধ্যাত্মিকতা,যোগ বিজ্ঞান, আদ্ধাত্য বিজ্ঞান,শরির/দেহ বিজ্ঞান এর মাধ্যমে শুদ্ধ আধ্যাত্মিক বিজ্ঞান,ধ্যান চর্চা, আপন দর্শন/আত্ম দর্শন , লালন সাইজীর দর্শন এবং আধ্যাতিক কুসংস্কার নিয়ে নিয়মিতভাবে আলোচনা করা হয় ।। আর আমরা আশা রাখি' আপনাদের সাহায্যেই সত্যকে কিছুটা হলেও সকলের সামনে উন্মচন করতে এবং কুসংস্কার দুরকরে অসাম্প্রদায়িক বিশ্বমানবতার প্রচার করতে পারব ।।
And for details, regular updated posts you have to be connected here..
you are invited to our page:-
https://www.facebook.com/@AponAnandaDoroshon
And you are invited to subscribe us:
https://www.youtube.com/@aponanandadorshon