Mashrafe Junior - মাশরাফি জুনিয়র - Deepto TV

মাশরাফি জুনিয়র

অভিনয়: ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিম
প্রত্যন্ত এক গ্রামে বেড়ে ওঠা সাধারণ মেয়ে মণির অসম্ভব এক স্বপ্নছোঁয়ার গল্প এটি। বড়ভাই মণ্ডাকে দেখে গ্রামে ক্রিকেটে হাতেখড়ি হলেও পরে শহরে এসে ক্রিকেট হয়ে যায় তার অবলম্বন! প্রথমবার ভাইকে খুঁজতে এসে ঘটনাক্রমে ছেলে সেজে ক্লাব ক্রিকেটের সাথে জড়িয়ে গেলেও পরেরবার মণি শহরে আসে বন্ধু আয়ানের হাত ধরে। একসময় বন্ধু থেকে আয়ান মণি আবদ্ধ হয় স্বামী স্ত্রীর সম্পর্কে। তবে যে মায়ের মত রুনা একসময় মণিকে ক্রিকেটে সবচেয়ে বেশি উৎসাহিত করতো, ছেলে আয়ানের সাথে বিয়ের পর পর সেইই রুনাই হয়ে দাঁড়ায় মণির পথের কাঁটা। পরিবারের বাধা পেরিয়ে দেশের অন্যতম সেরা উদ্যোক্তা হওয়া রুনা মন থেকে মেনে নিতে পারে না মণির অর্জন। কিন্তু মণি তাতে দমে যায় না। ক্লাব থেকে অ্যাকাডেমি আর অ্যাকাডেমি থেকে বয়সভিত্তিক ক্রিকেটে খেলার পর মণির লক্ষ্য এখন জাতীয় দলে খেলা। মনি কি পারবে একদিকে সংসারের জটিলতা আর অন্যদিকে পেশাদার ক্রিকেট সামলে শেষপর্যন্ত জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে?