প্রতি বছর বাংলাদেশের জনসংখ্যা ১.২৩% হারে বৃদ্ধি পাচ্ছে সেই সাথে কৃষিজমি প্রায় ১% হারে কমে যাচ্ছে। ফলে খাদ্যের চাহিদা ক্রমাগত বেড়ে চলছে। কোনো দেশের খাদ্যের চাহিদা পূরণের প্রধানত ৩টি উপায়- ১. কৃষিজমি বাড়িয়ে ২. ফলন বাড়িয়ে ৩. আমদানি করে। বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষিজমি বাড়ানোর তেমন সুযোগ নাই । বরং জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে ভবিষ্যতে অনেক কৃষিজমি হারিয়ে যাবে। উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি উৎপাদন পদ্ধতি জানার কোনো বিকল্প নেই। কৃষি শুধু খাদ্য চাহিদাই পূরণ করবে না, কৃষি হবে শিল্প। তাই যারা এখন কৃষিখাতে বিনিয়োগ করবে তারা আগামী দিনে অর্থনৈতিক কার্যক্রমে এগিয়ে থাকবে। এজন্য কৃষি বিষয়ক জ্ঞান অর্জন করা খুবই জরুরী। এই চ্যানেলটিতে কৃষির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে যা কৃষক, কৃষি উদ্যোগক্তা, শিক্ষার্থী, সকলেই এখানে প্রয়োজনীয় তথ্য পাবেন। ভিডিও দেখে যদি ভাল লাগে তাহলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন, কোনো মতামত থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্টস্ এ লিখে জানান, তাহলে তার ভিত্তিতে নতুন নতুন ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ।
ধন্যবাদ।
কৃষিবিদ ড. আবু তৌহিদ, সহকারী অধ্যাপক, ডি.আর.এম.সি., ঢাকা।