BHAGWAT ANUBHAV বাংলা ॐ

ভগবৎ অনুভব চ্যানেলে আপনাকে স্বাগতম! 🙏

এই চ্যানেলের প্রতিটি কাহিনি ও গল্প মনগড়া নয়। এই সমস্ত কাহিনিগুলি ভাগবত মহাপুরাণ, গর্গ সংহিতা, শ্রী ভক্তমাল গ্রন্থ, শিব পুরাণ, গরুড় পুরাণ এবং শ্রীমদ্ভগবদগীতা-র শ্লোকের উপর ভিত্তি করে তৈরি, এবং বিভিন্ন সৎ-পুরুষ ও মহাত্মাদের মুখে শোনা কথাগুলিকে মাথায় রেখে ভিডিও আকারে উপস্থাপন করা হয়েছে।

আমাদের ভিডিওগুলি আপনাকে আধ্যাত্মিক জ্ঞান, ভক্তি এবং ধর্মের গভীর দিকগুলি বুঝতে সাহায্য করবে।

🌟 চ্যানেলের বিশেষ বৈশিষ্ট্যসমূহ :

ভগবানের কাহিনি ও লীলার বর্ণনা
শাস্ত্র ও পুরাণের অমূল্য শিক্ষাসমূহ
আধ্যাত্মিক প্রেরণা ও আত্মজ্ঞান
ভক্তদের অভিজ্ঞতা ও তাদের জীবনের প্রেরণাদায়ক কাহিনিগুলি

এই চ্যানেলে উপস্থাপিত কিছু কাহিনির জন্য আমরা কোটি কোটি প্রণাম জানাই আমাদের সকল সদগুরুদেবদের — শ্রী প্রেমানন্দ জী মহারাজ, শ্রী অনিরুদ্ধাচার্য জী, ইন্দ্রেশ উপাধ্যায় জী, শ্রী ঠাকুরজী মহারাজ, শ্রী রাজেন্দ্র দাস জী মহারাজ — যাদের বাণী, প্রবচন ও উপদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে কিছু কাহিনি উপস্থাপন করা হয়েছে। 🙏🙏🙏