পরাজয় কে মেনে নিলেই তুমি পরাজিত। যদি মনে দিতে থাকে তুমি পারবে কিনা তাহলে মনের তুমি হেরেই গেছো। হারবে ভাবলে আর তোমাকে মানতেই হবে। কারণ সাফল্য থাকে মনের ইচ্ছে শক্তিতে মনের কাঠামোতে।