আমি মাহবুব রুবেল। স্বাধীন মুক্তমনা প্রকৃতির একজন অন্ধভক্ত। গ্রাম-পল্লী আমাকে সব সময় টানে তাই ছুটে যাই বারংবার গ্রাম থেকে গ্রামন্তরে, জেলা থেকে জেলান্তরে বাংলার রূপের কাছে। কোনো নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ রাখা, আমাকে জেল খানাতে রাখার সমান।