#prism Classroom.This is best educational Channel.
তোমাদের স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে আমাদের পথচলা শুরু। এস.এস.সি এবং ইন্টারমিডিয়েট এর সকল বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় ও টপিকস তোমাদের মাঝে সহজে বোধগম্য করার উদ্দেশ্যেই “ প্রিজম ক্লাসরুম” এর যাত্রা। প্রতিটি টপিক সুস্পষ্ট ও সহজ করার নিমিত্তে আমরা এই গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে তোমাদের নিকট পৌঁছে যাবো। আমরা চাই- শিক্ষার্থীরা স্বপ্নপূরণের পথে হোঁচট খেয়ে থেমে না থেকে জয়ের স্বপ্নে সর্বদা বিভোর থাকুক ।একজন শিক্ষার্থী ভালো ছাত্র-ছাত্রী হওয়ার পূর্বে একজন ভালো মানুষ হয়ে উঠুক।