Abu Rafy

নিত্যদিনের ব্যস্ততার ভীড়ে হাতের মুঠোফোনে টুক করে বন্দি করে নেয়া এক টুকরো মুহূর্ত শেয়ার করার উদ্দেশ্যে এই চ্যানেলের যাত্রা৷ দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত নান্দনিকতা জনসম্মুখে তুলে ধরা এবং আপনাদের সান্নিধ্য লাভের আশায় আমার এই ক্ষুদ্র প্রয়াস৷ 🌸