Rtb Waz

আস সালামু ওলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহ ।
অত্র ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও দ্বারা অর্থ ইনকাম আমার মূল উদ্দেশ্য নয়, যদি এসব মূল্যবান বয়ান শ্রবনের দ্বারা, একজন নর-নারীও সঠিক পথ খুঁজে পেয়ে আমল করে, তাহলেই আমার সার্থকতা এবং কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তায়ালা যদি চান এটিই নাজাতের উছিলা হতে পারে।
হেদায়াতের উদ্দেশ্যে, আমলের নিয়তে আহলে হক বক্তাদের নতুন বয়ান শুনে আমল করতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। ওলামা হযরতের বয়ান ভাল লাগলে সেয়ার করে অপরকে আমলের সুযোগ করে দিন। Rtb Waz এর জন্য দোয়া করবেন যেন দ্বীন প্রচারের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি। আল্লাহপাক সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন । প্রিয় হাজেরীন আমাদের অপর চ্যানেল rtb.media সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
# আমলের নিয়তে ও ছওয়াবের আশায় Rtb Waz চ্যানেলের ভিডিও সমূহ আপনার ইউটিউব চ্যানেলে পূনরায় আপলোড করতে পারেন#
## বিঃদ্রঃ- Rtb Waz চ্যানেলে প্রচারিত সকল ভিডিও বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে পুনরায় আপলোড করা,আল্লাহ ঐসব চ্যানেলের মালিকদের নেক হায়াত দারাজ করুন ##