ABDUR SATTAR

কোন ঝুঁকি নেই, কোন লাভ নেই

সবাই জীবনে সফল হতে চায়। সবাই জীবনে সুখী হতে চায়। কিন্তু এটা খুবই কঠিন। কারণ, জীবন গোলাপের বিছানা নয়। বরং এটি কাঁটার বিছানা। এটা সমস্যায় ভরা। কিন্তু আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি। এর জন্য আমাদের ঝুঁকি নিতে হবে। ঝুঁকি না নিয়ে আমরা কোন কাজ করতে পারি না। আমরা কোন সাফল্য অর্জন করতে পারি না। কিন্তু আমরা সবসময় নেতিবাচক চিন্তা করি। আমরা মনে করি এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আসলে, আমাদের কাজ শুরু করা উচিত। প্রথমে, আমরা ব্যর্থ হতে পারি। তাতে কি ! আমাদের ব্যর্থতা থেকে আমরা শিখব কিভাবে কাজটি করতে হয়। পৃথিবীতে অনেক মহান ব্যক্তি আছেন। তারা মহান কারণ তারা বড় ঝুঁকি নিয়েছে। বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছেন। কারণ তারা ঝুঁকি নিয়েছে। সুতরাং, আমাদের সবাইকে সাবধানে ঝুঁকি নিতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করবো। তাহলে আমরা সফল হব। আমরা সবসময় মনে রাখব কোন ঝুঁকি নেই কোন লাভ নেই।