এই চ্যানেলে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। যেমন বাংলা, অংক, ইতিহাস, ভূগোল ,জীবন বিজ্ঞান ,ভৌত বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান ইত্যাদি। এই চ্যানেলে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে ভালোভাবে বুঝিয়ে পরীক্ষার জন্য উপযোগী করে তোলা হয়। তোমরা যারা এই চ্যানেলের পাশে আছো, তাদের অনেক অনেক ধন্যবাদ।
তোমরা এই চ্যানেলের পাশে থেকে এই চ্যানেলের ভিডিওগুলো দেখো। আমি আশা করি, এই চ্যানেলের শিক্ষামূলক ভিডিও গুলো তোমাদের জীবনে অনেক উপকার দেবে। আমি চাই তোমরা সবাই এই চ্যানেলের ভিডিও গুলো দেখে জীবনে উপকৃত হও এবং মানুষের মতো মানুষ হয়ে তথা শিক্ষা অর্জন করে অনেক অনেক বড় হও।
Various subjects are taught in this channel. Students are well educated from class ,V to XII. Here is Bengali Mathematics, Life Science, Physics, Geography, History, Political Science Education is taught in Science etc.