আজব এই দুনিয়াতে যে সৃষ্টিকর্তা কত আজব আজব প্রাণী সৃষ্টি করে রেখেছেন তার ইয়ত্তা নেই। কতটুকুই বা জানি আমরা? সম্প্রতি আবিষ্কার হওয়া বেশ ক'টি প্রাণীর মধ্যে আমি গোটা পাঁচেক তুলে আনলাম আপনাদের দৃষ্টিগোচরে। খুব বেশী হাংকি পাংকি না করে সরাসরি চলে যাচ্ছি সচিত্র বর্ণনায়। পড়ে দেখুন ভালো লাগে কিনা।