KNMP TV CHANNEL

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ স্বাগতম আমাদের ( KNMP TV ) কেএনএমপিটিভি চ্যানেল পরিদর্শনের জন্য । সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে । আমারে চ্যানেলে ভিডিও আপলোড করা হবে প্রতিদিন বাংলাদেশ সময়রে রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে । আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে মনের অন্তস্থল থেকে যানাই স্বাদুবাদ ও অসংখ্য ধন্যবাদ । দেশ ও প্রোবাসী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি ইউটিউবে আমাদের চ্যানেল টা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্লিজ তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন । ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফেইসবুক বা ইউটিউবে অথবা ইমুতে শেয়ার করে দিন প্লিজ , তাহলে আপনিও দেখলেন অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ । দর্শক আপনার আশেপাশে যদি সমাজের নির্যাতিত নিপীড়িত অবহেলিত অসহায় মানুষের জীবনের গল্প থাকে তাহলে আমাদেরকে জানান । আমরা চলে যাবো আপনাদের কাছে তুলে ধরবো আপনাদের জীবনের গল্প । ধন্যবাদ সবাইকে । কমেন্ট করুন আমাদেরকে ।