Legal Lens – সহজ ভাষায় আইন জানুন, সচেতন হোন। আমরা সাধারণ মানুষের জন্য আইনকে তুলে ধরি সহজ ভাষায়, যাতে জটিল আইনের ধারা-উপধারা বুঝতে পারেন সহজভাবে। এখানে আমরা বাংলাদেশি আইন, আদালতের প্রক্রিয়া, নাগরিক অধিকার ও আইনগত সহায়তা নিয়ে সহজ ভাষায় ভিডিও তৈরি করি। এখানে পাবেন দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত আইন যেমন ফৌজদারি আইন, দেওয়ানি আইন, শ্রম আইন, পরিবার আইন, জমি-জমা বিষয়ক আইন, এবং সাম্প্রতিক আইন সংশোধনী নিয়ে নির্ভরযোগ্য তথ্য। আমাদের লক্ষ্য হচ্ছে আইন বিষয়ক জ্ঞান বিতরণ করে আপনাকে সচেতন ও আত্মবিশ্বাসী করা। আইন জানুন, নিজের অধিকার রক্ষা করুন।