আসসালামুয়ালাইকুম আমি একজন গৃহিণী/ স্টুডেন্ট (বিবিএ অধ্যয়নরত)আমার ছোটবেলা থেকেই হাতের কাজের প্রতি আগ্রহ, এবং নিজে কিছু করার প্রচেষ্টা আম্মুর কাছে থেকে দেখে করার চেষ্টা হলেও এক সময় আসলো, হাতে অ্যান্ড্রয়েড ফোন এই ডিজিটাল এত্ত বড় প্ল্যাটফর্ম থেকে নিজের কিছু প্রতিভা শিখে তৈরি করে, কাছের লোক প্রিয়মানুষদের উপহার দিতাম। এ থেকে প্রচুর সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ তারপর আমি ২০১৭ তে প্রথম ফেসবুক পেইজ ওপেন করি,নাম দিলাম শখের বসে (শখের ঘর) কিছুই বুঝতাম না কি ভাবে কি করবো,তারপর আসতে আসতে আজ শখের ঘর টি অনেক দূর পর্যন্ত এগিয়েগিয়েছে সবার দোয়ায় আলহামদুলিল্লাহ
আল্লাহ চাইলে আমি নিজেই কিছু করতে চাই দোয়া করবেন সবাই
আমি কাজ করি
👉পুঁথির মক্কা শরীফ
ব্যাগ,ওয়ালম্যাট টিস্যু কভার,ফল ফ্রুটস,ভেজিটেবল,
ফ্রুটস সেট,ডালা,ঝুড়ি ফুলদানি কলমদানি,ঝাড়বাতি, ওয়াল ঝাড়।
প্লিজ সবাই আপনারা আমার পাশে থাকবেন,আপনাদের শখের জিনিস আর আমার শখের কাজ, যেনো আপনাদের কাছে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ।
https://www.facebook.com/শখের-ঘর-105338845128831/
অর্ডার করতে ফেসবুক পেজের লিংকে প্রবেশ করে ইনবক্স করুন।
জাজাকাল্লাহ খায়রান।