এই সময় প্রতিদিন ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া সর্বোপরি গুগল-এর দৌলতে অনলাইন ওয়েবসাইট ই-পেপার লাইভ টিভি-ভিডিয়ো-র জগতে হ্যাশ ট্যাগ (#) বর্তমান জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িয়ে রয়েছে।জীবনযাপন, প্রেম, যৌনতা হোক কিংবা, শরীর, মন সুস্থ রাখার বিষয়। আজকাল অত্যাধুনিক এই প্রযুক্তির যুগে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি, বাজার-অর্থনীতি সহ সমাজের অন্য বিভিন্ন বিষয় হোক কিংবা, সমাজ-সভ্যতাকে এগিয়ে নিয়ে চলার বিষয়। মানবাধিকার, গণতন্ত্র রক্ষা, মানুষের বেঁচে থাকার জন্য অধিকার আদায়ের আন্দোলন, লড়াই কিংবা, জীবনের আনন্দ, উৎসব, উদযাপন অথবা, দুঃখ, শোক, সমস্যার সময়। মানুষের পরিচয় হিসাবে মহিলা, পুরুষ, তৃতীয় লিঙ্গ কিংবা, মাতৃভাষা, দেশ যেমনই হোক না কেন, ডিজিটাল মিডিয়া, ইন্টারনেট দুনিয়ায় এখন জীবনের অন্যতম শব্দ হ্যাশ ট্যাগ। এই হ্যাশ ট্যাগ জীবনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই সংবাদ-এর পাশাপাশি ইউটিউব চ্যানেল হ্যাশ ট্যাগ লাইফ নিউজ বাংলা-য় থাকছে খবর-এর বিশ্লেষণ, সাক্ষাৎকার, মতামত।
Hash Tag Life
Love To Live
Your Life, You Live
Hash Tag Life News
News Of Life, News Of Live
Hash Tag LIFE news Bangla