" মওদূদীবাদের স্বরূপ উদঘাটন "
আসসালামু আলাইকুম
সম্মানিত মুসলিম ভাই/বোন,
জামাত-শিবির তথা মওদূদীবাদিদের আসলরূপ জানতে ফিৎনায়ে মওদূদী চ্যানেলের সাথে থাকুন।
দেশের শীর্ষস্থানীয় ৬১৭ জন আলিম নিন্মোক্ত অভিমত পেশ করেন, “মওদূদীপন্থী জামাতে ইসলামী আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত বহির্ভূত একটি গোমরাহ্ ফিরকা । এ গোমরাহ্ ফিরকায় যোগদান করা, সর্ব প্রকার সাহায্য-সহযোগিতা ও সমর্থন করা এবং ইমাম নিযুক্ত করা, এদের সাথে আত্মীয়তা করা, এদেরকে ইসলামের নামে ভোট দেয়া বা ভোট দেয়ার সমর্থনে কথা বলা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়িয । ... ... ... এই মতবাদের ধারক-বাহক ও এদের সাথে সম্পর্কিত সকল সহযোগী শক্তি হকপন্থী উলামা-মাশায়িখে কিরামের দৃষ্টিতে গোমরাহ্ এবং তারা মারাত্মক প্রতারণার শিকার।” (উলামা-মাশয়েখের আহ্বানঃ মওদূদীপন্থী জামাত-শিবির ফিতনা থেকে সতর্ক থাকুন, প্রকাশকঃ আল্লামা শামসুদ্দীন কাসিমী রাহ্. ও মাওলানা নূর হুসাইন কাসিমী রাহ্., প্রকাশকালঃ জানুয়ারি ১৯৯৬, পৃষ্ঠাঃ ৩৭-৩৯).
#ফিৎনায়ে_মওদূদী