হ্যালো বন্ধুরা,
সকলে কেমন আছো?আশা করছি সকলে খুব ভালো আছো,আমিও খুব ভালো আছি।এবার হয়ত তোমরা ভাবছ যে আমি কে?আমি হলাম অভীরূপ মহাজন তোমাদের সকলের হোস্ট এন্ড দোস্ত।আমি হলাম একজন বেঙ্গলি ভ্লগার।আমি মূলতঃ পুজো-পাঠ,শৃঙ্গার,লাইফ স্টাইল এই সব নিয়েই ভিডিও শেয়ার করব,এছাড়াও মাঝে-মধ্যে তোমাদের সঙ্গে আড্ডা মারতেও চলে আসব।তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে যেটা তোমাদের রাখতেই হবে।আর সেটা হল তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা অল্-এ সেট করে দাও যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন সর্বাগ্রে তোমার কাছে চলে যায়।আর হ্যাঁ ভিডিও গুলো অবশ্যই ফুল ওয়াচ্ করে লাইক করবে।
আচ্ছা সব্বাই খুব ভালো থাকবে,সুস্থ থাকবে,সাবধানে থাকবে আর আমার পাশে থাকবে কারন আপনারাই আমার শক্তি আমার বল।Ok Bye Bye.
ইতি-তোমাদের
প্রিয় অভীরূপ😇😇😇