Raheb Media - রাহেব মিডিয়া

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় বন্ধুরা
মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার মনোনিত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম যা সারা জাহানের মুক্তির দূত মহানবী (সাঃ) এর মাধ্যমে দুনিয়ায় সম্প্রসারিত হয়েছে। বিশ্ব নবী (সাঃ) এখন আর দুনিয়ায় নেই তাই তিনি এখন আর ইসলাম প্রচার করতে পারবেন না। কিন্তু সেই কাজগুলো ওলামায়ে কেরাম বা উম্মাতের জিম্মাদারি, যার প্রচার প্রসার করাই আপনার - আমার ঈমানী দায়িত্ব। এই উদ্দেশ্যেই Raheb Media এই চ্যানেলটি চালু করা। আপনিও হতে পারেন ইসলাম প্রচারের একজন সৈনিক আপনার মুল্যবান সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে।

সুপ্রিয় বন্ধুরা!
আপনারা আমাদের চ্যানেলে পাচ্ছেন হক্কানী ওলামায়ে কেরামদের বয়ান, হামদ- নাত, গজল,ইসলামী সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী টকশো, হক্কানী ওলামায়ে কেরামদের মতবিনিময়, বিভিন্ন মাদরাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত, ইসলামীক বিনোদন ইত্যদি।

ইসলামীক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের বন্ধু ও পরিবারকে এই চ্যানেল সম্পর্কে অবহিত করুন।
ইসলাম প্রচার জীবনের একমাত্র উদেশ্য।
আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের কামনা।