Mufti Hanzala Fida

সমাজে যখন ইসলামের নাম ব্যবহার করে লোকেরা বিভিন্ন ভ্রান্তদলে বিভক্ত হয়ে যাচ্ছে। দ্বীনপ্রেমী মানুষ গুলো ভ্রান্ত আকীদার মোহে পড়ে ক্রমশই জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। এসকল সরলমনা মানুষকে সঠিক ও জান্নাতের পথ বাতলে দেয়া অতিব প্রয়োজন। অতএব দ্বীনের শিক্ষাগুলো উম্মতের মাঝে ছড়িয়ে দিতে চ্যানেলটি খোলা। শরীয়তের যেকোন মাসলা-মাসায়েল পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল অাইকনটিতে ক্লিক করে রাখুন।অার বেশিবেশি শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দিন।
জাযাকুমুল্লাহু খাইর।
সাবস্ক্রাইব লিংক👇
https://youtube.com/channel/UCZFGcwLJ84PvAc8_IdT4LNg