Unique zaki

অামাদের চ্যানেলটি একটি ইসলামিক চ্যানেল।এখানে এমন কোন ভিডিও অাপলোড করতে চাই না যাতে অামি অাপলোড করে বা অাপনারা দেখে গোনাহগার হবেন।

সব কিছুর মধ্য থেকেই সওয়াব পাওয়া সম্ভব, অার সেই লক্ষ্যে চ্যানেলটি খোলা।এখানে এমন সব ভিডিও অাপলোড করতে চাই যাতে অাপনারাও উপকৃত হন, সাথে অামিও।

এই চ্যানেলে যে টাকা উপার্জন হবে তার কিছু অংশ ইসলামিক খাতে ব্যায় করব বলো ভেবেছি।অার তার জন্য অাপনাদের সাহায্যের প্রয়োজন।

#সাবস্ক্রাইব শব্দের অর্থ সদস্য, অার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা মানে অাপনিও অামাদের এই মহৎ উদ্দেশ্যের একজন সদস্য, অাপনি অামাদের সাহায্য করবেন।ভিডিও অবশ্যই শিক্ষনীয় দিতে চেষ্টা করব, ইসলামিক দিতে চেষ্টা করব যাতে অাপনারাও শিখতে পারেন এবং জ্ঞান অর্জনের পাশাপাশি সওয়াব পান, সাথে অামিও।
তাইতো অামাদের ভিডিও বেশি বেশি দেখুন এবং সাবস্ক্রাইব সহ শেয়ার করুন।
ইসামিক চ্যানেলগুলো সাবস্ক্রাইব কেন করবেন???
ফেসবুক, মেসেন্জার, ইমো, ইনস্টাগ্রাম,হোয়াটসঅাপ #ইউটিউব সহ ইত্যাদি নেট দুনিয়া অাপনাকে নিয়ে যেতে পারে #জাহান্নামে।

অাবার এগুলোই হতে পারে অাপনার জান্নাতের পথ।হতে পারে অাপনার মৃত্যুর পর সদকায় জারিয়া সওয়াবের মতো সওয়াব