Bengali Recitation Channel Pro - সমস্ত আবৃত্তিপ্রিয় মানুষের নিজস্ব চ্যানেল । 2020 সালের লকডাউনের অখন্ড অবসরে হঠাৎ মনের খেয়াল থেকে এর সৃষ্টি । ছোটবেলায় আবৃত্তি শিখতাম । বড় হয়ে বুঝলাম - এটা প্রকৃতপক্ষে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয় নয় । সর্বকালের সেরা আবৃত্তিকার শ্রদ্ধেয় শম্ভু মিত্রের কথায় - আবৃত্তির কোন স্বরলিপি হয় না ।
আবৃত্তি হলো কবিতার অর্থবোধকে যথাযথ স্বরক্ষেপনের দ্বারা শ্রোতার অনুভবে সঞ্চারিত করা । অধুনা কিছু যন্ত্রানুষঙ্গ এর সঙ্গে যুক্ত হয়েছে । এটা মন্দ নয় ।
প্রাত্যহিক জীবনের ব্যস্ততা, ব্যস্ততার বহুরূপী উদ্বেগ ও আশঙ্কা, আর্থিক ও মানসিক অস্থিরতা, জীবনের চতুর্মুখী টানাপোড়েন ... মানুষের পথ -চলাকে অমসৃন করে ... ছন্দপতন ঘটায় । ...জীবনের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে কত প্রান অসংবেদনশীল হয় ...
জীবন তবু এগিয়ে যায় সময়ের সাথে...আর তার মাঝখানে স্বচ্ছ মন্দাকিনীর মতো কল্ কল্ করে বয়ে চলে কবিতা -সঙ্গীতের অমিয়ধারা । সেই ধারায় সুস্নাত হয়ে ... জীবনকে অসম্ভব যান্ত্রিকতার ঘেরাটোপ থেকে মুক্ত করার চেষ্টা করবো আমরা ...
আমার লক্ষ্য - আবৃত্তির দ্বারা উপার্জন নয়, এর মাধ্যমে বেঁচে থাকা আজ ও আগামীকাল ..