ভালো খবর

“ভালো খবর”-এর সাথেই থাকুন। আমরা ভালো খবর বিলি করি মানুষের মাঝে -অঙ্গীকারে ভালো খবর বিলি ।

ভালো খবরের সাথে থাকি,
ভালো চিন্তা করি,
ভালো জীবন গড়ি।

“ভালো খবর” হল আপনার এক ভালো সঙ্গী, যে প্রতিদিন আপনার নিকট ভালো সংবাদ বিলি করে; আপনার ভেতরকে আনন্দ, আশা আর ভালোবাসায় ভরিয়ে তোলার চেষ্টা করে “ভালো খবর”। আপনার এই সঙ্গীকে অরাজনৈতিক হিসেবে বিবেচনা করতে পারেন, কারণ সাধারণত দেশীয় রাজনৈতিক খবরাখবর এখানে বর্জন করা হয়।

আসুন, “ভালো খবর”-এর সাথে থেকে ভালো চিন্তা করে—ভালো কাজ নিজে করি এবং অন্যকে উদ্বুদ্ধ করি, আশা ও স্বপ্নকে লালন করি, একটি ভালো জীবন ও পৃথিবী গড়ে তুলি।