দান
১৯১.দান হচ্ছে একটি প্রমাণ। [ সহীহ মুসলিম ]
১৯২. যে আল্লাহর পথে একটি দান করে ,আল্লাহ তার জন্যে সাতশ ; গুণ লিখে দেন। [ তিরমিযী ]
১৯৩. দান সম্পদ কমায়না। [ তিবরানী ]
ইসলাম
১৯৫. সব কাজের আসল কাজ হলো ‘ ইসলাম’।[ আহমদ ]
১৯৬. কোনো বান্দাহ ততোক্ষণ পর্যন্ত মুসলিম হয়না , যতোক্ষণ তার মন ও যবান মুসলিম না হয়। [ তাগরীব ]
পবিত্রতা
১৯৭. পবিত্রতা ঈমানের অর্ধেক। [ সহীহ মুসলিম ]
১৯৮. যে পূত পবিত্র থাকতে চায় ,আল্লাহ তাকে পূত পবিত্র রাখেন।[ সহীহ বুখারী ]
শিশু
১৯৯. শিশুরা আল্লাহর ফুল।[ তিরমিযী ]
২০০. তোমাদের মাঝে উত্তম লোক সে ,যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। [ ইবনে মাজাহ ]