Boier Baksho

আশা করি আপনি ভালো আছেন। আমি সোমেশ্বর মিশ্র, আমি বই পড়তে ভালবাসি এবং বিভিন্ন বই সংগ্রহ করতেও ভালোবাসি। আমি যে প্রচুর বই পড়ি তা বলবো না, তবে সে সংখ্যাটা খুব একটা কমও না। আমি পেশাদার পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে স্কুলজীবন থেকেই ভালোবাসি। বই মানুষকে ভালো থাকতে, জীবনকে জানতে সাহায্য করে, এই বিষয় নিয়ে বিস্তারিত লিখে আপনাকে বিরক্ত করতে চাই না। আমি যেসব বই পড়ি(যেগুলো খুব ভালো লাগে ) সেগুলো নিয়ে এখানে খুব কম সময়ের মধ্যে আলোচনা করি যাতে আমার আপনার মতো বইপ্রেমীদের বই সম্মন্ধে জানতে এবং বই কেনার ক্ষেত্রে ভালো বইটি বেছে নিতে কিছুটা সাহায্য হয় (যদিও কোনো বই খারাপ হয় বলে আমি মনে করি না)। আমার এই উদ্যোগে পাশে থাকতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার কাছে কিছু জানার থাকলে ইনস্টাগ্রাম এ মেসেজ করতে দুবার ভাববেন না। ভালো থাকুন,সুস্থ থাকুন।😃😃😃😃😃😃😃📖📖📖
Instagram Username - Boier_baksho