বন্ধুরা ,শুভেচ্ছা নেবেন ।
গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষের সাধারণ জীবনযাপন ,কৃষি কাজ ,সাধারণ মানুষের কথা, দেশীয় ঐতিহ্য তুলে ধরতে এই চ্যানেল। আমি নাসিরউদ্দিন ফুরকান আপনাদের সাথে কথা বলবো ৷ আমরা কৃষি ও কৃষকের কথা তুলে ধরার চেষ্টা করি। কৃষকের সমস্যা ,সম্ভাবনা খুঁজে বেড়াই যাতে করে সফল কৃষকের পরামর্শ নিয়ে আপনারা নতুন উদ্যমে শুরু করতে পারেন কৃষি এবং বিভিন্ন ধরনের খামার।নিয়মিত ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। এছাড়া আমাদের ফেসবুক পেইজ Go with furkan ফলো দিতে পারেন ।
Email : [email protected]
সতর্কবার্তা - আমরা শুধুমাত্র কৃষি খামার, হাট বাজার ও মানুষের কথা প্রচার করি। বেচাকেনার দায়িত্ব আমাদের নয়। তাই কেউ সংশ্লিষ্ট ব্যক্তির সাথে সরাসরি দেখা করে আর্থিক লেনদেন করবেন ৷ প্রতারিত হলে তার জন্য আমরা ইউটিউব পরিবার দ্বায়ী নই।
- Go with Furkan