Jewel Rana BG

BGB
Border Guard Bangladesh

1. সীমান্ত রক্ষা:
দেশের সীমান্তে পাহারা দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, মাদক, ও চোরাচালান ঠেকানো।


2. চোরাচালান প্রতিরোধ:
সীমান্ত দিয়ে অবৈধ পণ্য, স্বর্ণ, অস্ত্র, মাদক ইত্যাদি আসা-যাওয়া রোধ করা।


3. মানবপাচার রোধ:
সীমান্ত দিয়ে নারী ও শিশু পাচার ঠেকানো এবং পাচারকারীদের ধরতে অভিযান চালানো।


4. সীমান্ত বিরোধ নিয়ন্ত্রণ:
পার্শ্ববর্তী দেশের সঙ্গে সীমান্তসংক্রান্ত সমস্যা হলে তা নিয়ন্ত্রণ ও সমাধানে ভূমিকা রাখা।


5. অভ্যন্তরীণ নিরাপত্তায় সহায়তা:
প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দেশের ভেতরে প্রশাসনকে সহায়তা করা (যেমন: নির্বাচন, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে)।


6. তথ্য সংগ্রহ ও প্রতিবেদন:
সীমান্ত এলাকায় চলাচল, সন্দেহজনক কার্যক্রম ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো।


7. দুর্যোগকালীন সহায়তা:
বন্যা, ভূমিকম্প বা অন্যান্য দুর্যোগে জনগণকে উদ্ধার ও সহায়তা করা।