তাক্বওয়া হাঁসের খামার

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সাবস্ক্রাইবার, *তাক্বওয়া হাঁসের খামার* একটি ইসলামিক মূল্যবোধে উদ্বুদ্ধ কৃষি প্রতিবেদনমুলক ভিডিও প্রোগ্রাম, যেখানে আমরা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালনকে সহজ, নিরাপদ ও লাভজনক করার কৌশল শেয়ার করি। আমাদের চ্যানেলে পাবেন হাঁস পালনের নিয়ম, ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটানোর পদ্ধতি (তুষ ও হারিকেন পদ্ধতি), হাঁসের ব্রুডিং, লালন-পালন, খাদ্য প্রস্তুতি, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, হাঁসের রোগ, চিকিৎসা, প্রতিরোধ ব্যবস্থা, ভ্যাকসিন, ঔষধ ও স্বাস্থ্য পরিচর্যা, পানির ব্যবস্থাপনা, হাঁসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি এবং বাণিজ্যিক হাঁসের খামার পরিচালনার কৌশল। আমাদের লক্ষ্য: আল্লাহর রহমতে দেশজুড়ে বেকার ভাই-বোনদের হাঁস পালন করে স্বনির্ভর ও সম্মানজনক জীবিকা গড়ে তুলতে অনুপ্রাণিত করা। তাই হাঁস পালন, হাঁসের বাচ্চা ব্রুডিং, ডিম উৎপাদন, হাঁসের খাবার ও রোগ প্রতিরোধসহ খামার পরিচালনার সঠিক দিকনির্দেশনা পেতে **এখনই সাবস্ক্রাইব করুন** আপনাদের ভালোবাসা ও দোয়াই আমাদের চলার পথের শক্তি ও প্রেরণা। যদি এই ভিডিওর একটি পর্বও উপকারে আসে, আলহামদুলিল্লাহ, তাতেই আমাদের সার্থকতা।