ইসলামিক দায়িত্ব
ইসলামে দায়িত্ব ও কর্তব্য পালন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
১. আল্লাহর প্রতি দায়িত্ব
একমাত্র আল্লাহকে ইবাদত করা
তাওহীদের বিশ্বাস রাখা
শিরক থেকে দূরে থাকা
কুরআন পড়া ও বুঝা, নামাজ আদায় করা
তাকওয়া অর্জন করা
২. নিজের প্রতি দায়িত্ব
হালাল রিজিক উপার্জন করা
শরীর ও মনের যত্ন নেওয়া
জ্ঞান অর্জন করা
চরিত্র গঠন করা
ধৈর্য ধারণ করা
আত্মশুদ্ধি করা
খারাপ অভ্যাস ও পাপ থেকে বিরত থাকা
৩. পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি সদাচার করা
৪. সমাজের প্রতি দায়িত্ব
প্রতিবেশী,গরীব-দুঃখীদের সাহায্য করা
অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া
মিথ্যা, প্রতারণা ও দুর্নীতি পরিহার করা
৫. রাষ্ট্রের প্রতি দায়িত্ব
আইন ও বিধান মেনে চলা
দেশের কল্যাণে কাজ করা
সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া
অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া
৬. অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব
হজ ও ওমরাহ পালন করা 
জাকাত প্রদান করা
ইসলামিক দ্বীন প্রতিষ্ঠা করা 
ইত্যাদি
ইনশা'আল্লাহ্ 🤲🏻 
‼️ভুলবশত কপিরাইট মিউজিক বা ভিডিও যদি ব্যবহার করে ফেলি, দয়া করে কপিরাইট না দিয়ে আমাকে জানাবেন তৎক্ষণাৎ ডিলিট করে দেবো। জাযাকাল্লাহু খাইরান 🤲🏻