শাহ আবদুল ওদুদ -SHAH ABDUL WODUD
বাংলা লোকগানের চ্যানেল। আবহমান বাংলার চিরায়ত বাউল লোক সুরে, বিশেষ করে সিলেটি বাউল গানের নিত্য নতুন আয়োজন আমাদের চ্যানেল। এ চ্যানেলে আমরা নিয়মিতভাবে তুলে ধরার চেষ্টা করবো বাউল গানের সাধক শাহ আবদুল ওদুদ সাহেব রচিত গানগুলোআপনাদের মাঝে তুরে ধরবার। শাহ আব্দুল ওদুদ ১৯৭০ সালের ১২ সেপ্টেম্বর সিলেট বিশ্বনাত উপেজেলার বুবরাজান গ্রামে জন্মগ্রহণ করেন। ভাবের দেশে বসবাসকারী আত্মভোলা এ মানুষটি কর্মসূত্রে সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে বিলেতে অবস্থান করলেও তার মন পড়ে থাকে দেশের মেঠোপথ ঘিরে সহজ সরল মানুষগুলোর মাঝেই। তাইতো সহজিয়া বাউল গান তাকে টানে বেশী। এ পর্যন্ত বেশ কটি লোক গানের পান্ডুলিপি বাই আকারে প্রকাশীত হয়েছে। রয়েছে অপ্রকাশিত আরো অনেক গান। তার গানগুলো বিভিন্ন বাউল আসরে শিল্পীরা মনখোলে গেয়ে থাকেন। আমরা আমাদের এই চ্যানেলে চেষ্টা করবো তার পান্ডুুলিপি থেকে কিছু গান যন্ত্রস্থ করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। আশাকরি ভুল ত্রুটি ক্ষমা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।