প্রতি শুক্রবার এবং রবিবার রাত ৯:০০ মিনিটে পাঠ করা হবে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত 'শতরূপে সারদা' , প্রতি মঙ্গলবার রাত ৯:০০ মিনিটে পাঠ করা হবে শ্রীম-কথিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত 'শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত' এবং প্রতি বৃহস্পতিবার রাত ৯:০০ মিনিটে পাঠ করা হবে স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত 'শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা' |
ঠাকুর রামকৃষ্ণ পরমহংস , শ্রীশ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের বাণীর মধ্যে পাওয়া যায় জীবনের আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার সন্ধান, জীবনের বিভিন্ন জটিলতার মাঝে খুঁজে পাওয়া যায় শান্তির হদিস, জানা যায় মনুষ্য জীবনের সঠিক উদ্দেশ্য |
ঠাকুর, মা ও স্বামীজীর আদর্শ প্রচারের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল 🙏🙏।
Please subscribe and share the channel to promote the teachings and ideals of Thakur, Maa & Swamiji 🙏🙏.