#মাইন্ড_এইড_মানসিক_এবং_মাদকাসক্ত_নিরাময়_হাসপাতাল
মানসিক হাসপাতালের কথা কল্পনা করলেই চোখের সামনে ভেসে ওঠে অপরিচ্ছন্ন, নোংরা একটি পরিবেশের চিত্র। যেহেতু মানসিক হাসপাতাল গুলোতে রোগীদের একটু বেশি দিন থাকতে হয় তাই মানসিক হাসপাতাল গুলোর পরিবেশ একটু ভালো হওয়া অত্যন্ত জরুরি।
মাইন্ড এইড মানসিক এবং মাদকাসক্ত নিরাময় হাসপাতালটি রোগীদের কথা চিন্তা করে অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন থাকার জায়গা, বাথরুম, ডাইনিং রুম সহ আধুনিক সব সুযোগ সুবিধা। পুরুষ এবং নারী রোগীদের জন্য রয়েছে দুটি আলাদা বাগান, বিনোদন ও খেলাধুলার জন্য আলাদা জায়গা,  লাইব্রেরী, থিয়েটার, জিম এবং নামাজের জায়গা। 
মাইন্ড এইড হাসপাতালে রয়েছে ইনডোর এবং আউটডোর দুই ধরনের সার্ভিস। এই হাসপাতালটি সুদক্ষ মনোরোগ বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ মনোবিজ্ঞানী দ্বারা পরিচালিত। তাই আপনার যেকোন ধরনের মানসিক সুরক্ষা বিষয়ক প্রয়োজনে আমাদের সাহায্য নিন। এমনকি আপনার আত্মীয় অথবা আপনার পরিচিত যে কারো মানসিক এবং মাদকাসক্তি বিষয়ে যেকোনো পরামর্শ অথবা সহযোগিতার জন্য যোগাযোগ করুন মাইন্ড এইড হাসপাতালে। 
ফোন করুন - +৮৮ ০১৯৭৬ ৪৬৩২৪৩