ঊষার আলো

অাকাশ সংস্কৃ‌তির জন্মই ইহু‌দি অার খৃষ্টান‌দের হাতে। তাই এর সুচনা লগ্ন থে‌কেই যেসকল বি‌নোদন প্রচা‌রিত হ‌য়ে অাস‌ছে সেটার প্রায় সবটুকুই মুস‌লিম সংস্কৃ‌তির ‌বিপ‌রি‌ত, কোন কোন সময় যা মুস‌লিম সংস্কৃ‌তির বিপক্ষ হ‌য়ে এটা‌কে গ্রাস কর‌ছে বা মু‌ছে ফেল‌ছে এবং মুস‌লিম যুব সমাজ‌কে তা‌দের হাজার বছ‌রের ঐ‌তিহ্যবা‌হি সংস্কৃ‌তি থে‌কে বের ক‌রে প‌শ্চিমা সংস্কৃ‌তির বাহক বা‌নি‌য়ে ফেল‌ছে, অ‌নেক ক্ষে‌ত্রে তা‌রা ঈমান হারা হ‌য়ে যা‌চ্ছে। অন্য‌দি‌কে মুস‌লিম সংস্কৃ‌তিটা সম্পুর্নরু‌পে মি‌ডিয়ায় তু‌লে ধরার ক্ষে‌ত্রে মুস‌লিম স্কলারগণ এখনও বহুদু‌র পি‌ছি‌য়ে অা‌ছে, এমন‌কি কোন কোন সময় মুস‌লিমরা মি‌ডিয়া ব্যবহা‌র করায়ও বাধাপ্রাপ্ত হ‌চ্ছে তা‌দের মুরু‌ব্বি গ‌ণের মাধ্য‌মে। এমতাবস্থায়, মি‌ডিয়ার মাধ্য‌মে মুস‌লিম সন্তান‌কে নিজ সংস্কৃ‌তি শিক্ষাদান ও ঈমান ধ্বংসকারী সংস্কৃ‌তি থে‌কে ফি‌রি‌য়ে তা‌দের জীব‌নের চে‌য়েও মুল্যবান ঈমান রক্ষা করার জন্য অামা‌দের এ খুদ্র প্র‌চেষ্টা। মুস‌লিম যুবক‌দের অাহবান কর‌ছি অামা‌দের কা‌ফেলায় শ‌রিক হ‌তে। অাল্লাহ রাব্বুল অালা‌মিন অামা‌দের এ প্র‌চেষ্টা কবুল করুন অা‌মিন।
#ঊষার_আলো#ঊষা#