Amar puja ghor

নমস্কার বন্ধুরা আমি পায়েল তোমাদের স্বাগত জানাচ্ছি 'আমার পুজো ঘর ' পরিবারে। 'আমার পুজো ঘর ' এমন একটা পরিবার যেখানে আমরা ঠাকুরকে আপনজন হিসেবে রাখি ও নিয়মের বেড়াজালে না পড়ে মনের ভক্তি দিয়ে সেবা করি। এই পরিবার থেকে তোমরাও কিছু শিখতে পাও ও আমরাও কিছু শিখতে পাই। তাই তোমাদের যদি আমাদের চিন্তাভাবনা ভাল লাগে তাহলে এই পরিবারের অংশ হয়ে যাও।
ধন্যবাদ।