SUDIPTA'S MATH CLASS

WELCOME TO MY CHANNEL SUDIPTA'S MATH CLASS.
[email protected]

আমাদের দেশে গণিত মানেই যেন এক ভীতিকর বিষয়। দেশের স্কুলগুলোতেও গণিতটাকে যেন ঠিক গণিতের মত করে শেখানো হয় না। যার ফলস্বরূপ আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীই গণিতে বেশ দুর্বল। আর এই দুর্বলতা আমরা গ্রাজুয়েশন শেষ করেও কাটাতে পারি না। আর এর একমাত্র কারণ লজ্জা! আমরা চাকুরী প্রত্যাশীরা অনেক কোচিং সেন্টারে যাই, কিন্তু সেখানে বেসিক লেভেলে তেমন কিছুই শেখানো হয় না, বরং গণিতের মূল ধারা থেকে দূরে সরিয়ে বিভিন্ন শর্টকাট মেথড শেখানো হয়, যা দুর্বল শিক্ষার্থীদের জন্য আরও বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করে। ফলে হতাশা হয় আমাদের নিত্যসঙ্গী। SUDIPTA'S MATH CLASS চ্যানেলটি এ সকল দুর্বল শিক্ষার্থীদের জন্য হতে পারে একটি আদর্শ প্ল্যাটফর্ম। আশা করছি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আমরা ধারাবাহিকভাবে গণিতের সকল টপিক আলোচনা করবো।
ইউটিউব ছাড়াও আমাদের সাথে আপনারা ফেসবুকেও সংযুক্ত হতে পারবেন
#SUDIPTA
#SUDIPTA'SMATHCLASS
#SUDIPTASMATHCLASS
#SUDIPTAMAM
#SUDIPTA'SCLASS