Ras Fish Bangladesh

(পাবদা-শিং-কৈ-টেংরা-গুইশা-তেলাপিয়া-শোল)
একমাত্র আমরাই বাংলাদেশের - ঢাকা শহরের প্রাণকেন্দ্রে নতুন ভাবে প্রজেক্ট উদ্বোধন করতে যাচ্ছি অল রেডি ১০ কাঠা জায়গা নিয়ে প্রজেক্ট হাতে নিয়েছি আগামীতে আমাদের এই প্রোজেক্ট এর মাধ্যমে দেশের বেকারত্ব দূরীকরণের জন্য বেকার যুবকদের কে আমরা ট্রেনিং দিয়ে দিব এবং ট্রেনিং এর সাথে সাথে তাদেরকে প্রজেক্ট করার সহায়তা দেব।
 অলরেডি আমাদের চারটা প্রজেক্ট বাংলাদেশে রানিং আছে প্রতিটা প্রজেক্ট ৯৯% পার্সেন্ট ভাবে সফল হয়েছে এবং প্রত্যেকটা প্রজেক্ট মালিকগণ প্রজেক্ট করে লাভবান হয়েছে আমরাই একমাত্র কম টাকার মধ্যে ভালো মানের প্রজেক্ট দিয়ে থাকি। আমাদের প্রতিটা প্রজেক্ট সম্পূর্ণ আধুনিক এবং অটোমেটিক মেশিন এ করা প্রজেক্টে বিদ্যুৎ খরচ একেবারেই কম যাহাতে আমরা অল্প টাকার মধ্যে বিদ্যুৎ সাশ্রয় প্রজেক্ট এ লাভবান করতে পারি সেই ব্যবস্থা করে যাচ্ছি এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করতেছি। বাংলাদেশের যেকোন প্রান্তে আমরা প্রজেক্ট করে থাকি এবং প্রজেক্ট করার পরে সকল প্রকার সহযোগিতা করে থাকি ৷ আর এ এস ফিশ বাংলাদেশ প্রজেক্ট করার জন্য যে কোন ধরনের সাপোর্ট আমরা করব
+৮৮০১৬১০৮৮৮১০৩