Oporanho

আসসালামু আলাইকুম, অপরাহ্নে স্বাগত সবাইকে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের অনেক বিষয় আছে যেগুলি আমরা না বুঝে মুখস্ত করি। ফলস্বরূপ পরবর্তীতে এডমিশনে গিয়ে আশানুরূপ ফলাফল আনা সম্ভব হয়না। অপরাহ্ন তোমাকে সাহায্য করবে না বুঝে মুখস্থ করা থেকে বের করে আনতে এবং সকল কনন্সেপ্ট ক্লিয়ার করতে।
এছাড়াও পড়ালেখা বিষয়ক যে কোন প্রশ্ন কিংবা তোমাদের প্রয়োজনীয় টপিক আমাদের জানাতে পারো। আমরা আছি তোমাদের সাথে।
সকলের জন্য শুভকামনা। ❤️