পীরানে পীর দস্তগীর জিন্দাপীর শেখ সাদী মহিউদ্দিন কুতুবে রাব্বানী মাহবুবে সুবাহানী সামদানী সৈয়দ হযরত বড়পীর আব্দুল কাদের জীলানী(রঃ)এর মাজারের প্রধান খলিফা সৈয়দ দস্তগীর (রঃ) এর নিকট বাইয়্যাতপ্রাপ্ত খলিফা যিনি দীর্ঘ ৯ বছর তার ছায়াতলে থেকে বাংলাদেশে এসে ৩৬ বছর সত্যে ও শান্তির প্রচার করেন এবং স্বাধীনতা রক্ষার্থে যিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন তিনি মানিকগঞ্জের শাহ্ ইয়াকুব পাগল। তিনি একাধারে ৩৬ বছর সাধনমার্গে ছিলেন এবং পাগল বেশে ৩৬ টি বছর কাটিয়েছেন।
এটি ইয়াকুব পাগলের দরবারেরই অফিশিয়াল চ্যানেল।
ঠিকানা - পাঞ্জনখাড়া, গড়পাড়া, মানিকগঞ্জ।
উক্ত চ্যানেলটিতে পাগলধাম, তাসাউফ, পালাগান, জারি,সারি, বাউলগান এবং সুফিবাদের আত্মতত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে ভিডিও আপলোড করা হবে।
লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
পরিচালনায়ঃ মেহেদী ইসলাম।
যোগাযোগঃ 01779905088
বিশ্ব মানবতার জয় হোক
জয় হোক পাগল ধামের।
জয় হোক পাকপাঞ্জতনের।