Sri Sri Hemantadebayanam,শ্রীশ্রীহেমন্তদেবায়নম্

গুরু ভগবানের মহিমা প্রচার করা এবং ভগবানের কথা শোনানোর আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা এবং ভগবানের ভজন শোনানোর চেষ্টা করবো। আমরা নিম্বার্ক সম্প্রদায়ের দীক্ষিত, আমাদের গুরুদেব আচার্য্য পরমহংস ঠাকুর শ্রীশ্রীহেমন্তদেব। আমাদের আশ্রমের নাম হেমন্তাশ্রম ,রায় রামচন্দ্রপুর ,গুসকরা, পূর্ব বর্ধমান ।