কৃষি সমৃদ্ধিতে মোল্লা এগ্রো সাইন্স
পৃ্থিবী সৃষ্টির প্রথম দিক থেকে আজ অবধি যত উন্নয়ন হয়েছে কিন্তু কৃ্ষিই একমাত্র সেক্টর যার প্রয়োজনীয় দিন দিন বাড়া ছাড়া কমে নি।
ক্রম বর্ধমান কৃষি পন্যের চাহিদা পূরণ কল্পে আমাদের আধুনিক সভ্যতা আমাদের হাতে রাসায়নিক প্রয়োগের যে অভ্যস্ততা চালু হয়েছে তাতে আমরা ফলন বৃদ্ধিতে সফল হলেও আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে হুমকির মধ্যে ফেলেছি। ক্যান্সার সহ বিভিন্ন দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হচ্ছি। ফল তার স্বাদ হারিয়েছে তেমনী পুষ্টি।
এই বৈশ্বিক সমস্যার সমাধান কল্পে Mollah agro science রাসায়নিকের বিকল্প হিসেবে এবং মাটির জৈব উপাদানকে আবার মাটিতে ফেরত দেবার কামনায় দীর্ঘদিন গবেষণা করছে। এবং বাজারে সরকারি জৈব সার সোনার দানা সহ, পল্লী উন্নয়ন একাডেমী ট্রাইকো প্রযুক্তির সহযোগীতায় এম গোল্ড জৈব সার। যা একদিকে ফসলের ও ফুলের ৩২ রকম পঁচন রোধ করবে সাথে রাসয়নিকের বিকল্প হিসেবে কাজ করবে।
আমাদের তৈরিকৃত কোকোপীট বিশ্ববাজারে রপ্তানি হচ্ছে। যা অধিক পানি ধারণ ক্ষমতা সমৃদ্ধ।
আমাদের তৈরী কোকোপীট ছাদকৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।