Sagor Media Vision

এই পৃথিবীতে আল্লাহ্ মানুষকে সৃষ্টি করেছে ভালবেসে ।
আল্লাহ্ সব মানুষের ভাল চাঁয় কিন্তু মানুষ হয়ে মানুষের ক্ষতি করে ।
যে মানুষের ক্ষতি করে সে হলে ইবলিস শয়তান ।
আর যে মানুষ নিরবে শয়ে যায় সে হলো আল্লাহ্ র ফেরেস্তা ।
***
Sagor Media Vision এর বাউল জগতে আপনাকে স্বাগতম।
আমাদের এই চ্যানেলটিতে থাকবে, সকল ধরণের বাংলা বাউল সঙ্গীত। পাশাপাশি আরও থাকবে বাউল জগতের সমস্ত খবরা খবর। এটি সমস্ত বাউল মনা মানুষের চ্যানেল। আপনাদের যেকোন অনুরোধের গান আপনাদেরকে উপহার দিতে আমরা একঝাক বাউল প্রেমী সবসময় প্রস্তুত, তাই বাউল জগতের সঙ্গে থাকতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের পরামর্শ দিন, আপনাদের ভালোলাগাই আমাদের সার্থকতা। পাশে থাকতে সাবস্কাইব করুন। লাইক, কমেন্ট শেয়ার করুন।
নিয়মিত নতুন গানের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
নতুন গিতিকার ও শিল্পীরা নিজেদের গান আমাদের চ্যানেলে প্রচার করতে চাইলে কল করুনঃ ০১৭১২৬৬৬৭৭৯

পৃথিবীতে কোন গান দিয়ে মনের ভাব প্রকাশ করা যায় না। এক মাত্র বাংলা গান দিয়েই মনের ভাব প্রকাশ করা সম্ভব। এই জন্যই গোলাম সাগর শরীফ জিন্দানী বললেন, গান-ই জ্ঞান, জ্ঞান-ই সত্যের পথ দেখায়।
.. ধন্যবাদ।