চ্যানলটি ভিজিট করার জন্য প্রথমএ আপনাকে ধন্যবাদ। প্রথম থেকে অজানাকে নতুন করে জানার এক অদ্ভুত আগ্রহ সব সময় আমার মধ্যে কাজ করতো। অদ্ভুত এবং অবাক করা বিষয় নিয়ে চলতো আমার ভাবনা চিন্তা এদের মধ্যে কোনটির সমাধান এ আসতে আমার বহুদিন ও লাগতো!! কিন্তু তাতে আমার আগ্রহ কখনো কমতি থাকতো না। আমার এ কাজ গুলো করা পিছনে বেশিরভাগ অবদান গুগল এবং কিছু ব্লগ সাইট। এক সময় আমি চিন্তা করলাম এ অবাক বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করি,সে চিন্তা থেকে এ চ্যানলটিতে কাজ করা। আমার ভিডিও গুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।