لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ

لَا إِلٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ) ইসলামের মৌলিক সাক্ষ্য বা কালেমা যা তাওহিদের মূল শিক্ষা প্রকাশ করে। এটি ইসলামের প্রথম স্তম্ভ এবং প্রতিটি মুসলিমের বিশ্বাসের ভিত্তি।

অর্থ:

• لَا إِلٰهَ إِلَّا اللَّهُ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
• مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ: মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসূল।

তাওহিদ :

1. তাওহিদ আল-রুবুবিয়্যাহ: একমাত্র আল্লাহ বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং পরিচালনাকারী।
2. তাওহিদ আল-উলুহিয়্যাহ: একমাত্র আল্লাহর জন্য ইবাদত প্রাপ্য।
3. তাওহিদ আল-আসমা ওয়াস-সিফাত: আল্লাহর নাম ও গুণাবলীতে বিশ্বাস এবং এগুলোতে আল্লাহর তুলনা করা যাবে না।

ইসলামের পাঁচ স্তম্ভ:

1. কালেমা শাহাদাহ (এই কালেমা উচ্চারণ ও বিশ্বাস করা)।
2. সালাত (নামাজ)।
3. সাওম (রোজা)।
4. যাকাত।
5. হজ্ব।

১. হজরত মুহাম্মাদ (সা.) বলেছেন:
“যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে প্রবেশ করবে।” (সহিহ বুখারি ও মুসলিম)

২. নবী (সা.) আরও বলেছেন:
“সব আমলের মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দেওয়া।” (মুসনাদ আহমদ)