হাওর বাওরের জেলা সুনামগঞ্জ। এই এলাকার বিশাল জনগোষ্ঠী হাওরের বৈরী পরিবেশের সঙ্গে লড়াই করে বেঁচে আছে যুগযুগান্তর ধরে। ধান, মাছে ভরপুর এ জেলাটি বর্তমানে পর্যটন এলাকা হিসেবে পরিচিত পেয়েছে বিশ্ববাসির কাছে। ‘নয় কুড়ি বিল ছয় কুড়ি কান্দা’ হিসেবে পরিচিত দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের অবস্থান সুনামগঞ্জে। এছাড়াও রয়েছে শহীদ সিরাজ লেক। এ লেকটি বাংলাদেশের সুইজারল্যান্ড, বাংলার কাশমির ও নিলাদ্রী নামে পরিচিতি পেয়েছে। স্বচ্ছ নদী জাদুকাটার তীরেই রয়েছে বড়গোপ টিলা। এ টিলা বারেকের টিলা নামে পরিচিত। রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান ‘জয়নাল আবেদীন শিমুল বাগান।’
এছাড়াও রয়েছে হাসন রাজার মিউজিয়াম, ডলুরা শহীদদের সমাধি সৌধ, জগন্নাথ জিউর আখড়া, গৌরারং জমিদার বাড়ী, হলহলিয়ার রাজবাড়ি, পাগলা মসজিদ, পাইলগাও জমিদার বাড়ি, রাধা রমন দত্ত এর সমাধি, বাউল সম্রাট শাহ আব্দুল করিম এর বাড়ি ও সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর। ইতিহাসের সে রাজা প্রজা না থাকলেও সুনামগঞ্জ এখন পর্যটন, মুক্তিযুদ্ধ, অর্থনীতির নতুন সম্ভবনার দ্বার হিসেবে উন্মোচিত হয়েছে। তাই এ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে যুক্ত হন আমাদের সঙ্গে।