Sri Shyam Sundar Chakraborty

হরে কৃষ্ণ 🙏🏻
শ্রী শ্যাম সুন্দর চক্রবর্ত্তী ব্রহ্ম-মাধ্ব-গৌড়ীয় সারস্বত্য পরম্পরার একজন স্বনামধন্য শ্রীমদ্ভাগবত কথা প্রচারক। তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় নবদ্বীপের নিকটবর্তী কৃষ্ণনগর শহরে ব্রাহ্মণ বৈষ্ণব পরিবারে কার্তিকী কৃষ্ণ নবমী তিথিতে বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ১৯৯৫ -এ জন্মগ্রহণ করেন। শ্যাম সুন্দর, যিনি বাল্যকাল থেকেই সাধুসঙ্গের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। তিনি তার পিতার কাছ থেকে মহাজনদের রচিত কীর্তন শিখেছিলেন। এরপর তিনি আকর মঠরাজ শ্রীচৈতন্য মঠের প্রতিষ্ঠাতা, শাশ্বত বাণী প্রচারক, শ্রীমতী রাধারাণীর নয়ণমণি মঞ্জরী, জগৎগুরু ১০৮ শ্রীশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের অনুকম্পিত শ্রীল ১০৮ ভক্তি দয়িত মাধব গোস্বামী মহারাজের (শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য্য) নিজজন শ্রীল ১০৮ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের চরণে আশ্রয় গ্রহণ করে শ্রীমন্মহাপ্রভুর বাণী প্রচার শুরু করেন। বাল্যকাল থেকেই শ্রী শ্যাম সুন্দর শুকশাস্ত্র শ্রীমদ্ভাগবত কথা, শ্রীগৌর কথা, শ্রীরাম কথা, শ্রীমদ্ভগবদগীতা বার্তা প্রচার শুরু করেন।

+91 8537842413

এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত হন