লালন সংকলন

এই চ্যানেলটি লালন সাঁইয়ের দর্শন, বাউলতত্ত্ব ও আত্মদর্শনের গানসমূহ সংরক্ষণ ও প্রচারের উদ্দেশ্যে তৈরি।

লালন ছিলেন এক অসাম্প্রদায়িক, মানবতাবাদী সাধক, যাঁর গান এবং দর্শন বাংলার লোকঐতিহ্য ও মরমী ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি ধর্ম, জাতপাত, আচার-আচরণ ও সামাজিক গোঁড়ামির বিপরীতে দাঁড়িয়ে মানবমুক্তির পথ দেখিয়েছেন।

এই চ্যানেলে লালনের মূল দর্শনভিত্তিক গানগুলো উপস্থাপন করা হয়, যেগুলোর বিষয়বস্তু:

আত্মজিজ্ঞাসা ও আত্মসাধনা

গুরুতত্ত্ব

ভ্রান্তি ও ভ্রম

মানবতার জয়গান

প্রাতিষ্ঠানিক ধর্মব্যবস্থার সমালোচনা

অন্তর্দর্শনের মাধ্যমে মুক্তি লাভের আহ্বান

আমরা কেবল লালনের গানকেই তুলে ধরি, যাতে তার চিন্তাভাবনা ও দর্শনের বিশুদ্ধতা অক্ষুণ্ন থাকে।

উদ্দেশ্য:
লালনের ভাবজগৎকে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ও ছড়িয়ে দেওয়া, যেন ভবিষ্যৎ প্রজন্ম এই দর্শনের স্পর্শ পায়।