কৃষি টেক

"krishitech"(“কৃষি টেক”) YouTube চ্যানেলে স্বাগতম।
আমি রিয়েল খান এবং আমি এখানে আছি কৃষির আধুনিক প্রযুক্তি শেয়ার করতে যার মাধ্যমে আপনি আমার ভিডিও থেকে আরও উৎপাদন কৌশল পেতে পারেন।
“কৃষি টেক” একটি ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগ। সফল কৃষি উদ্যোগের রূপকারদের সাফল্যের বাস্তব গল্পগাঁথার ভিডিওচিত্র ধারণ এবং অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে তা প্রচার করে তাদেরকে উৎসাহিত করা
এবং আগ্রহী নতুন তরুন উদ্যোক্তাদের আকৃষ্ট করার মাধ্যমে কৃষি উন্নয়নে অবদান রাখাই এই ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগের প্রধান লক্ষ্য। “কৃষি টেক” একটু সম্পুর্ণ অরাজনৈতিক, ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ। কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষিতে আগ্রহীদের দক্ষতা উন্নয়নে
“কৃষি টেক” উদ্যোক্তা, কৃষক এবং কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মী এবং বাজারজাতকারীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন সৃষ্টিতে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ ।
আপনার ইনবক্সে আরও ভিডিও পেতে দয়া করে আমার “কৃষি টেক” "krishitech"চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।