বাংলায় গল্পসল্প গল্প, কবিতা এবং নাটক পাঠের একটি চ্যানেল। এখানে নানান ধরণের গল্প নাটক এবং কবিতা পাঠের মাধ্যমে বাংলা সাহিত্য তথা বাংলায় অনূদিত সাহিত্যকে দর্শকের নিকট পৌঁছে দেয়া হবে। মূলত নিজেদের পাঠের সখ থেকেই শুরু সাথে এসেছে অন্যকে শোনাবার আনন্দ। শ্রোতাদের ভালো লাগাই আমাদের সার্থকতা।