A New War.... Dream FCPS (OMS)....
#FCPS #oralandmaxillofacialsurgery #BCPS
আমি পেশায় একজন বিডিএস ডাক্তার।
আমি BCS এর প্রস্তুতি শুরু করেছিলাম ২৭ জানুয়ারি ২০২২ থেকে। ৪৫ তম প্রিলি তে ১০৯ পেয়েছি। পুরো প্রিপারেশন শেষ হয়েছে ১৮ জুন ২০২৩ এ এসে। কিন্তু পরিবার+ বর্তমান পরিস্থিতিতে এসে আমাকে বিসিএস এর এই পথ টাকে ছেড়ে দিতে হচ্ছে। বর্তমানে আমি এফসিফিএস এর প্রিপারেশন নিচ্ছি।
আমি Fcps preparation শুরু করেছি ১৯ জুন ২০২৩ থেকে। উল্লেখ্য ডাক্তারদের এই fcps ডিগ্রি টা হচ্ছে বাংলাদেশের বহুল আলোচিত এবং এদেশের সবচেয়ে বড় ডিগ্রি যেখানে চান্স পেতে ডাক্তাররা দিন রাত এক করে পড়াশোনা করে থাকেন।
এই পেইজ, প্রোফাইল এবং চ্যনেলের উদ্দেশ্যঃ
১. এই জার্নিটাকে আমি ভালোবাসি, পুরো জার্নিটাকে সারা লাইফ মনে রাখতেই এই উদ্যোগ।
২. শুধুমাত্র পরিশ্রম এবং পড়ালেখার মাধ্যমে যে জীবনটাকে সুন্দর করা সম্ভব, সমাজে একটা সম্মানজনক স্থান তৈরি করা সম্ভব ,এই বিশ্বাস টা কে প্রমাণ করার জন্যই আমার এই আয়োজন।
My FB:
Bcs Live Journey
https://www.facebook.com/bcslivejourney.3386585